তালা প্রতিনিধি : তালায় সমাজের পিছিয়ে পড়া দলিত ও দরিদ্র শ্রেণির নারীদের বাড়ির আঙ্গিনায় শবজি চাষের উপর একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যকর শবজি নিশ্চিতসহ আর্থিক উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কার্যলয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং নাগরীক উদ্যোগের সহযোগীতায় দিনব্যপী প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. মোমিনুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান ও দলিত আন্দোলনের নেতা দিলিপ কুমার দাস। প্রকল্প কর্মকর্তা জুয়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপকারভোগী ১০জন দলিত নারী সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষন শেষে নারীদের মাঝে কৃষি চাষ সংশ্লিষ্ট উপকরন, শবজির বীজ ও ওষুদ প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত