তালা প্রতিনিধি : তালায় ২৫জন নারী ও পুরুষ চাষীকে আধুনিক পদ্ধতিতে বৃক্ষের নার্সারি’র উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইপিজেআইএ প্রকল্প’র আওতায় গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে সংস্থার তালা অফিস কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশের পরিচালনায় চাষীদের সঠিক পদ্ধতিতে নার্সারি করার উপর প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি অফিসার আজমিরা খাতুন। একদিনের এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের উপকারভোগী ২৫জন চাষীসহ সংস্থার উন্নয়ন সাথী মাধুরী দাস, মৌমিতা দাশ ও কৃষ্ণা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত