
তালা প্রতিনিধি : নির্বাচনী ওয়াদা থাকায় নিজস্ব অর্থায়নে একের পর রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তালার এক ইউপি সদস্য। রবিবার (৯ এপ্রিল) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের মোড়ল পাড়ায় ৫০ হাজার টাকা ব্যয়ে ৪শ’ ফুটের একটি ইটের সলিং রাস্তা উদ্বোধন করা হয়। উক্ত রাস্তাটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু।
পাঁচরোখী গ্রামের বাসিন্দা স্থানীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মিজানুর রহমান, আফতাব হোসেন মোড়ল, আব্দুল আজিজ মোড়ল, মান্নান শেখসহ স্থানীয় এলাকাবাসী জানান, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু তার নিজস্ব অর্থে এলাকায় ৭/৮টি রাস্তা নির্মাণসহ ঈদগাহ, মসজিদ, মন্দির সংস্কারে ব্যাপক ভূমিকা রেখেছেন।
ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু জানান, নিজের টাকায় ৫০হাজার টাকা ব্যয়ে পাঁচরোখী মোড়লপাড়ার রাস্তা, ৩০ হাজার টাকা ব্যয়ে শুভাষিনী বড় ঈদগাহ সংস্কার, ২৪ হাজার টাকা ব্যয়ে কাজীপাড়া ঈদগাহ সংস্কার, ২০ হাজার টাকায় পাকা রাস্তার মোড় থেকে প্রাইমারী স্কুলের রাস্তা তৈরী, ২৫ হাজার টাকা ব্যয়ে শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তা তৈরী, ৪০ হাজার টাকায় পাঁচরোখী মনিরুলের বাড়ী পর্যন্ত রাস্তা তৈরী, শান্তিনগর মসজিদে ১০ হাজার ইট, নিজস্ব অর্থে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে সেমাই চিনি, শীতের সময় কম্বল বিতরণ, টিউবওয়েল বিতরণসহ অসুস্থ্য-অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি।
স্থানীয় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, আমাদের পরিষদের পর্যাপ্ত বাজেট না থাকায় মনিরুল মেম্বর তার নিজের টাকায় রাস্তা-ঘাট নির্মাণসহ কল্যাণমূলক কাজ করে চলেছে। এ সময় তিনি ইউপি সদস্যকে সাধুবাদ জানান।