
তালা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালা উপজেলার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সহ-সভাপতি সরদার মুজিব, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, কেড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মফে, সোনাবাড়ীয়া ইউপি চেঢারম্যান বেনজির হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তুফান (তালা), দ্বিতীয় রাজ মিস্ত্রি (মশিয়াডাঙ্গা) এবং তৃতীয় স্থান অধিকার করে পংখীরাজ (তালা)। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় দলুয়া ঠান্ডা নদীর দু’ধারে শত শত নারী পুরুষ নৌকা বাইচ উপভোগ করেন।