তালা প্রতিনিধি : তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, শিক্ষক সুলতান আহমেদ, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত