
তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহার’ বিষয়ে সচেতনতামূলক এডভোকেসি ও ক্যাম্পেইন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতি। এ সময় উপস্থিত ছিলেন সিডোর প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, বৈশাখী সুলতানা, রাজু কুমার দাশ, যুব প্রতিনিধি রিচার্ড হালদার, ইফতি জামিল, শিমুল সরকার, মহিবুল্লাহ, হোসাইন, মোহায়মিন,আরিফা প্রমুখ।