
তালা প্রতিনিধি : বুধবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে তোষা পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প এর আওতায় ২০২২-২৩ অর্থবছর উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।