প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৯:৩৮ পি.এম
তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালীতে পুকুরের পানিতে ডুবে ১৮মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। মৃত শিশু কৈখালী এলাকার উজ্জ্বল মন্ডলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তপন কুমার বাছাড় জানান, খেলার ছলে শিশুকন্যাটি সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এরপর সাড়ে১২টার দিকে স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্তায় শিশুর মৃত দেহ উদ্ধার করে। বিকালে কৈখালী মাহাশ্মনে তার শবদেহ দাহ করা হয়। এঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ওই ইউপি সদস্য।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া