
তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে পানি নিষ্কাশনের জন্য কোলাজ বিল, চাড়িভাঙ্গা বিল ও ডুমুরিয়া উপজেলার সালতা নদীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। রবিবার (২৪ নভেম্বর) সকালে শেখেরহাট নামক স্থানে গাড়ি রেখে ১০কিলোমিটার পথ পায়ে হেঁটে জনগণের সঙ্গে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ঘের মালিক সৈয়দ সোহেল রানাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত জেয়ালা নলতা নিকারী পাড়া গ্রামবাসী জানান, ‘জল যার জলাকার তার’ তারা গরিব ও মৎস্যজীবী, ভুমিহীন সারাজীবন এই জলমহল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। সাম্প্রতিক স্বৈরাচার সরকারের সময় তাদের একমাত্র জীবিকা নির্বাহ জলমহলটি ঘের মালিকরা
সরকারি খালে নেটপাটা ও বেড়িবাঁধ দিয়ে শত শত পরিবারকে পানিবন্দি করেছেন। বাদ যায়নি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীরা। জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে যাতায়াতের রাস্তা খেলার মাঠ পানিতে ডুবে থাকে। কোমলমতি ছাত্রছাত্রীরা যেতে পারছে না সময় মতো স্কুলে। ঘের মালিক ঘেরের সীমানা বেড়িবাঁধ দিয়ে ঘের করুক সরকার খাস খালটি উন্মুক্ত রাখুক মর্মে দাবি জানান। তাছাড়া ঘেরা মালিকের ঘেরের মধ্যে ভুমিহীনদের বন্দোবস্ত নেওয়া হারির টাকা দীর্ঘ বছর হারির টাকা দেয়না। এ সংক্রান্তে সমাধানের লক্ষ্যে এলাকার গন্যমাণ্য ব্যক্তি ঘের মালিক ও হারির টাকা পাননি যারা তাদের প্রতিনিধিদের নিয়ে রবিবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠকে মিলিত হন।
সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল সাংবাদিকদের জানান, আমি বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেছি কিভাবে এই পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যায় তাছাড়া সৃষ্ট সকল সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করছেন। যেটা তার দ্বারা সম্ভাবনা সেটি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।