তালা প্রতিনিধি : বুধবার (১১ অক্টোবর) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, শিক্ষক নেতা শেখ আছাদুল্লাহ মিঠু,স্থানীয় ইউপি সদস্য মোঃ শামছুর রহমান সংশ্লিষ্ট অফিসের কর্মীগণ। এ সময় শতাধিক ছাগল ও ভেড়াকে ভ্যাকসিনেশন করা হয়।