তালা প্রতিনিধি : তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোশারফ হোসেনে বদলি করা হয়েছে। তাকে পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে। ২২ আগস্ট স্বাক্ষরিত উপপরিচালক (প্রশাসন-২) সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে আদেশাধীন কর্মচারীগণ আগামী ২৯-০৮-২০২৩ খ্রি. তারিখের মধ্যে সংযুক্ত কর্মস্থলে যোগদার করবেন। অন্যথায় ৩০-০৮-২০২৩ খ্রি. থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) বলে গণ্য হবে। সোমবার সকালে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত