
তালা প্রতিনিধি : তালায় বসত বাড়ির সীমানায় শিশু গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হয়েছে। এ সময় তার শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাছিয়াড়া গ্রামের মৃত আরশেদ গাজীর ছেলে মো. রবিউল গাজী তার বসতবাড়ির সীমানায় থাকা শিশু গাছ কাটছিলো। এ সময় প্রতিবেশি কাশেম মোড়লের মেয়ে মুরশিদা বেগম (৪৬) তাদের গাছ কাটার সময় যেন পাশ্ববর্তী থাকা তাদের গাছের ক্ষতি না হয় এমন কথা বলে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে মুরশিদার সাথে রবিউল গাজীর কথা কাটাকাটি হয়। এ সময় রবিউলের হাতে থাকা সবল দিয়ে সে মুরশিদাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করিয়া বিভিন্ন স্থানে জখম করে। পরে আহত মুরশিদার বাবা মা ছুটে এসে তাকে রবিউলের হাত থেকে রক্ষা করে। এরপর তাকে তালা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় তালা হাসপাতালে রয়েছে।
আহত মুরশিদার ভাই মোস্তাফিজুর রহমান জানান, তারা গাছ কাটার সময় আমাদের ভোগদখলকারী জমিতে থাকা ছোট ছোট গাছ ক্ষতিগ্রস্থ হলে আমার বোন সেটা নিষেধ করে। এরপর রবিউল আমার বোনের ওপর সবল দিয়ে আঘাত করলে আমার বোনের মাথা কেটে যায়। এসময় সে আমাদের মেরে ফেলারও হুমকি দেয়।
ঘটনা জানতে রবিউল গাজীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। কথা কাটাকাটির ওই সময় একটু এদিকওদিক ঠেলাঠেলি হয়েছিলো। মাথা কেটে গেছে কিনা আমি জানি না।
এ বিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ইতোমধ্যে ঘটনাটি আমি শুনেছি। সামান্য বিষয় নিয়ে এমন পরিস্থিতি তৈরা করা তাদের ঠিক হয়নি। ঘটনাটি সম্ভবত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত গড়িয়েছে; তারা বিষয়টি দেখবেন।