তালা প্রতিনিধি : সোমবার (৪ সেপ্টেম্বর) তালা ওয়ার্ল্ড কনসার্ন অফিসে প্রাথমিক সতর্কতা, চিকিৎসা, অনুসন্ধান, উদ্ধার ও আশ্রয় ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশাল কান্তি দাশ, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সমাজসেবক তুরফান গাজী প্রমুখ। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।