
তালা প্রতিনিধি : তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে গত বৃহস্পতিবার বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ও কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষকের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, স্কাউটস’র কমিশনার এনামুল ইসলাম, প্রধান শিক্ষক রেহেনা খাতুন, শিক্ষক নেতা জাকির হোসেন, আফজাল হোসেন প্রমুখ।