
জন্মভূমি ডেস্ক : তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ জুলাই) বিকালে তালা বিদে পুরাতন স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার যতি শংকর রায়, মোঃ আলমগীর হোসেন, অসীম কুমার সরকার, নম্র কুমার ভদ্র, শিক্ষক সমিতি নেতা সূর্য্য পাল, শেখ আবুল কাশেম, মোঃ আফজাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর।