তালা প্রতিনিধি : তালায় সরিষা নিরাপদ ভোজ্য তেল বাজার জাতকরণের মাধ্যামে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার মাঝিয়াড়া মৃৎশিল্প কেন্দ্রে বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। সংস্থার প্রজেক্ট ম্যানেজার এস এম নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন কৃষিবিদ নয়ন হোসেন। উক্ত কর্মশালা ৩০ জন পাইকারী ডিলার উপস্থিত ছিলেন।