
তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আটারই,জেয়ালা নলতা,হাজরাকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘অধিকার ভিত্তিক একীভূত উন্নয়নে কিশোরীদের অংশগ্রহণ’ শিরোনামে বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন ডিইএফ ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে স্কুলের ১৮৭ জন শিক্ষার্থী, ১০২ জন অভিভাবক এবং ১৯ জন শিক্ষক উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান (লাভলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিক শিরিনা আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইএফ এর নির্বাহী পরিচালক দিপালী দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির। এ সময় ডিইএফ এর অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃতি ও একক অভিনয়ের জন্য মোট ১২ জন কিশোরীকে পুরস্কৃত করা হয়।