তালা প্রতিনিধি : তালায় বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে তালার কপোতাক্ষ স্কুলের হলরুমে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মৃণাল কান্তি রায়। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম সফি। আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।