তালা প্রতিনিধি : তালা উপজেলার আটারই গ্রামে বিধবা জাহানারা বেগম (৫০) কে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের মৃত আনছার মাহমুদের ছেলে কামাল মাহমুদ, খোকন মাহমুদ ও মো. গফফার মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা মহিলা জাহানারা বেগমকে মারপিট করেন অভিযুক্তরা। এতে ওই নারীর হাড় ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে বলে জানায়। আহত জাহানারা বেগম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।