তালা প্রতিনিধি : তালায় ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে প্রভাত ফেরি শেষে উপজেলা চত্বরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিতা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমান। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক প্রমুখ। এ সময় দুই দিনব্যাপী বইমেলাসহ চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, নান্দনিক হাতের লেখা, কবিতা আবৃত্তি ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া তালায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে যুব জামায়াতের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। মোস্তাফিজুর রহমান রেন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল হক, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।