
তালা প্রতিনিধি : তালায় বিদ্যা বিকাশ কেন্দ্র নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তালা আনিশা ক্লিনিকের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দসহ প্রায় ৫০০ জনের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ বাবলু। সম্মানিত অতিথি ছিলেন ডা. আসিফ ইকবাল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, প্রভাষক সন্দীপ দাশ, ডা. এনায়েত সানা, মনিরুল ইসলাম মোহন, ইউপি সদস্য ডা. আনিসুর রহমান, মো. আসলাম গাজী, মো. শফিকুল জোয়ার্দ্দার ও দ্বীপ বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব মন্ডল, শেখ হেলাল, মো. তৌহিদুজ্জামান, ডা. শেখ হারুন, আকাশ দাশ, প্রান্ত, সুমনসহ অনেকে। অনুষ্ঠান পরিদর্শনে আসেন শিক্ষক ও সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুল গফুর, সন্দীপ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভূমিদাতা নীলমণি রায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শেখ আমিনুল ইসলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত