তালা প্রতিনিধি : তালায় ২০২৩-২৪ অর্থ বৎসরে রবি মৌসুমে, কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায়, উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় চার হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার(৩ ডিসেম্বর) তালা উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, সাংবাদিক মোঃ আকবর হোসেন প্রমুখ। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।