তালা প্রতিনিধি : তালায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২১০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা কৃষি পূর্নবাসন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল। উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, তালা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসল আবাদের লক্ষ্যে উপজেলায় বরাদ্দকৃত ২১০০জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও রাসায়নিক সার বিতরণ করা হবে। তবে এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১২১০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে এবং বাকিদের আগামী ১১নভেম্বর দেওয়া হবে। বৃহস্পতিবার ৩২৫জনকে বারি-৯, ৬১০জনকে বারি-১৪, ২৫৫জনকে বারি-১৭ সরিষা ও ২০জনকে বারি-৩ খোসারি দেওয়া হয়েছে। ৫জন সদস্যের গ্রুপে ১কেজি সরিষা, ১০কেজি ডেএপি সার ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। ১০জন সদস্যের গ্রুপে ৮কেজি খেসারি, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
তালায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Leave a comment