
তালা প্রতিনিধি : তালায় ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রদর্শনী খাতে ২০জন চাষীর মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, পেয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রদর্শনী খাতে ২০জন চাষীদের মাঝে সরকারী উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা প্রমুখ।
কৃষি অফিসের তথ্য মতে, ৮জন কৃষকের মাঝে গমের বীজ ১৫ কেজি, ৩ জন কৃষকের মাঝে ভুট্টার বীজ ৩ কেজি,৭ জনের মাঝে পেয়াজের বীজ ১কেজি,ড্যাপ সার-৩০ কেজি, ইউরিয়া-৫০ কেজি, এমওপি- ২০ কেজি, জিপসার ২৫কেজি, ব্রোঞ্জ-১কেজি, দস্তা ১কেজি, মাগনেসিয়াম ১কেজি ও একটি করে সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

