তালা প্রতিনিধি : প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার সারা বিশ্বে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার (১৫ অক্টোবর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টা তালার দেওয়ানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালন করে। এসময় সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম ও উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলি প্রমুখ।
এ সময় বক্তারা বিশ্ব ডিম দিবসের তাৎপর্য, গুরুত্ব, প্রতিদিন একটি করে ডিম খাওয়ার গুরুত্ব,ডিমের পুষ্টিমান তুলে ধরেন। এরপর কোমলমতী শিশুদের প্রতিদিন একটি করে ডিম খেতে উৎসাহ প্রদানে শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম পরিবেশন করানো হয়।
তালায় বিশ্ব ডিম দিবস পালন
Leave a comment