তালা প্রতিনিধি : তালায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীবৃন্দ। তালা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জোহর নামাজের পর তালা আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয় । প্রখর রৌদ্রের মধ্যে নামাজ শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ আকবর হোসেন। নামাজ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল ইসলামসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলো।
দোয়া অনুষ্ঠানে আসা মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় এবং অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষসহ প্রাণীকুলের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। এজন্য মহান আল্লাহর কাছে আমরা প্রশান্তি ও কল্যাণকর বৃষ্টি চেয়ে দোয়া করেছি। যে বৃষ্টি যেনো কারও জন্য অকল্যাণকর না হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত