গাজী জাহিদুর রহমান, তালা : সাতক্ষীরার তালায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ফলন ভালো হওয়ায় বেশ খুশি তালার কৃষকরা।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে তালার ১২টি ইউনিয়নে ১৯হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এরইমধ্যে বিভিন্ন ইউনিয়নে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।
তবে কৃষকরা বলছেন, সার-ডিজেল কেনা ও সেচসহ ধান চাষে এবার একটু বেশী টাকা খরচ হলেও ফলন বেশী হওয়ায় ধান চাষ করে লাভবান হওয়ার আশা করছেন।
সরেজমিনে কয়েকটা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সোনালি ধানে দুলছে সবুজ ফসলের মাঠ। ইতোমধ্যে কেউ কেউ ধান কাটা শুরু করেছে। যাদের জমির ধান এখনো কাটেনি তাদের প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে ধান। আশানুরূপ ফলন পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন। তবে কিছু কিছু সেচ কার্যক্রমে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় কারো কারো রোপা বোরা ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আগামীতে পানির ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামের কৃষক শহিদুল্লাহ বিশ্বাস বলেন, আমি ব্রিধান-২৮ জাতের ধান লাগিয়েছি, আশা করছি বিঘাপ্রতি ১৯/২০ মন করে ধান পাবো।
মাগুরা ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন পাড় জানান, আমি এবার ব্র্যাক সীড শক্তি ও ৭৭৭ জাতের ধান আবাদ করেছি। সব কিছু ঠিক থাকলে বিঘাপ্রতি ৩০/৩২ মন হিসাবে ধান পাবো। তবে সারের দাম বেড়েছে। সেই সঙ্গে জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলসহ অন্য সামগ্রীর দাম বেশি ছিল। এমনকি ধান রোপণ থেকে কাটা পর্যন্ত শ্রমিকদের মজুরি বেশি। ধান কাটতে একজন শ্রমিককে ৫০০-৬০০ টাকা মজুরি দিতে হয় কিন্তু প্রচণ্ড গরমে বেশি টাকা দিয়েও মজুরি পাওয়া যাচ্ছে না।
মাগুরার কৃষক জাহিদ হোসেন লালু পাড় বলেন, আমি এবার ব্র্যাক সীড-৭৭৭ জাতের ধান লাগিয়েছি ধানের ফলন খুব ভালো হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় সেচ যন্ত্রের মাধ্যমে জমিতে পানি দিতে হয়েছে। চারা রোপণে খরচ বেশি হয়েছে। শ্রমিকদের বেশি মজুরি দিতে হয়েছে। সেইসঙ্গে সারও কিনতে হয়েছে বেশি দামে। তারপরেও এ বছর ১ বিঘা জমিতে ৩০/৩২ মণ ধান উৎপাদন হবে বলে আশা করছি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, অত্র উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ১৯ হাজার ১৫৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড এসএল, ব্র্যাক সীড-৭৭৭, সিনজেনটা, এসিআই-১, ইস্পাহানী-৮, হীরা -১৯ সহ অরও অন্যান্য জাতের ধান আবাদ করে করে কৃষকরা আশানুরুপ ফলন পেয়েছে। বোরা ধান চাষাবাদে কৃষি অফিসের পক্ষ হতে কৃষকদের পাশে গিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর তালায় আশানুরুপ ধানের ফলন ধান ভালো হয়েছে।
তিনি বলেন, অনেক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে চাষ বেড়ে যাওয়ায় ফলন বেশি হয়েছে। বাম্পার ফলনে কৃষক খুশি। আবহাওয়া ও বাজারদর অনুকূলে থাকলে কৃষকরা এবার প্রত্যাশা অনুযায়ী লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তালায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Leave a comment