
তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া এলাকায় ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী অশোক সরকার জানান, আট বছর আগে বাবা কৃষ্ণপদ সরকার মারা যান। বাবার মৃত্যুর পর বসতবাড়ির বারুইপাড়া মৌজার ১২৮ ও ১৩৬ দাগে দুভাইকে ৩৬ এবং ৩৭শতক জমি দানপত্র করে যান। এরপর থেকে বড় ভাই অসিত সরকার জোরপূর্বক সম্পত্তি দখল করে খায়। বর্তমানে আমার নামে জরিপ রের্কড ও মিউটেশন সবই থাকার সত্ত্বেও অসহায় হয়ে পড়েছি। সকালে স্থানীয়দের সহয়তার পৈত্রিক সম্পত্তির মাপতে গেলে সেখানে বাঁধে বিপত্তি। পরে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।