তালা প্রতিনিধি : তালা উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুমার ইদ্রজিৎ সাধুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমিনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ইন্দ্রজিৎ সাধু বলেন, আমি ২০০১সালে হারুন অর রশিদ কলেজের ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর ঢাকার এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করি। পরবর্তীতে তালা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সর্বশেষ ২০২০সালে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সম্পাদক নির্বাচিত হই। এরপর থেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছি। আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তালার প্রতিটা ইউনিয়নের মানুষ শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত