
তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে চেতনা নাশক ঔষধ প্রয়োগে এক ভ্যান চালক অচেতন অবস্থায় ক্লিনিক ভর্তি হয়েছে। রোববার (২৭ আগষ্ট) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় নাজমুল ইসলাম জানান, তালার যুগীপুকুর এলাকায় শহিদুল সরদারের পুত্র ইসমাইল সরদার (২৬) রোববার বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাংড়ি কেনার উদ্দেশ্যে সাতক্ষীরা যাওয়ার সময় বিনেরপোতায় এক হোটেলে সকালের নাস্তা করে। পরে ভ্যান নিয়ে নিয়ে আবার রওনা হয়। এ সময় তার ভ্যানে ২ জন যাত্রী ওঠে। সেই যাত্রীরা তাকে বিভিন্নভাবে চা, সিগারেট এটা ওটা খাওয়ার কথা বলে। কিন্তু ভ্যান চালক ইসমাইল সরদার কিছু খেতে চায়নি। পরে ভ্যানে থাকা ২ যাত্রী ভ্যান চালককে বলে তুমি কোথায় যাবা, সে বলে আমি তো ভাংড়ি আনতে যাবো মাধবকাটি। তখন ২ যাত্রী বলে আমারাও ঐদিকে যাবো, আমাদের ঐদিকে নামিয়ে দিলে হবে।
একপর্যায় সাতক্ষীরা বাইপাস সড়কের বড় ব্রীজের কাছে গেলে ভ্যানে থাকা ২ যাত্রী ইসমাইল সরদারের মুখের দিকে রুমাল দিয়ে হঠাৎ ফু দেয়। এতে ভ্যান চালকের চোখ মুখ জালা করতে থাকে। এই সুযোগে ২ যাত্রী ইসমাইল সরদারের কাছে থাকা একটি ব্যাগ যাতে ৯ হাজার ৫ শত টাকা ছিল তা নিয়ে চলে যায়। পরে ইসমাইল সরদার তার অবস্থা খারাপ বুঝে সে আবার বিনেরপোতার দিকে ফিরে আসতে থাকে। একপর্যায় তার জ্ঞান হারিয়ে যায়। এরপর তার এক পাড়া প্রতিবেশী ভাই তাকে চিনতে পেরে অজ্ঞান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে।
এবিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, বিষয়টি শুনে থানা পুলিশের এক কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। আহত ভ্যান চালক সুস্থ হলে এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত