
তালা প্রতিনিধি : সর্বনাশী অনলাইন জুয়া ওয়ানএক্সবেটের গ্রাসে নিঃস্ব হয়েছে তালার শত শত মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমিক, ভ্যানচালক, কৃষক, চাকরিজীবী-এমনকি ঘরের গৃহবধুরা-ও এই জুয়ায় আসক্ত হয়েছে। অনেকেই ভিটে-বাড়ি বিক্রি করে পথে পথে ঘুরছে। আবার অনেকেই ঋণের চাপে ঘর-সংসার ফেলে ঢাকায় যেয়ে শ্রমিকের কাজ করছে। জুয়ার কারণে সবকিছু হারানোর ফলে ইতোমধ্যে একাধিক সংসার ভেঙেছে। অনলাইন জুয়া ওয়ানএক্সবেটসহ অ্যাপসভিত্তিক অন্যান্য জুয়ায় জড়িয়ে যেয়ে সাধারণ জুয়াড়ীরা নিঃস্ব হলেও ফুলে ফেপে আর্থিকভাবে মোটা হয়েছে কতিপয় এজেন্ট ও মাস্টার এজেন্ট। জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সচেতন, সুশীল সমাজ প্রশাসনের কাছে বারবার দাবী জানিয়েছে। কিন্তু নিম্ন থেকে উর্দ্ধতন পুলিশ প্রশাসন প্রতি মাসে জুয়া এজেন্টদের কাছ থেকে মোটা অংকের কমিশন বাণিজ্য করবর কারণে এলাকা জুয়ামুক্ত করা যায়নি। ফলে গ্রামে-গ্রামে চুরি ও ছিনতাইসহ নানান অপরাধমুলক কাজ বৃদ্ধি পেয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে।
গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের সাথে পুলিশ প্রশাসনের নীতি ও কর্মে পরিবর্তন এসেছে। উপজেলা আইন শৃঙ্খলা মিটিং সহ প্রশাসনের বিভিন্ন সভা-সমাবেশে বিষয়টি উত্থাপিত হলে জুয়ার বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে ওঠে তালা উপজেলা ও থানা প্রশাসন। অনলাইন জুয়াসহ সমাজ ও আইন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তালা থানা পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অনলাইন জুয়া ওয়ানএক্সবেট-এর এজেন্টদের ধরতে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের নেতৃত্বে উপজেলার জেয়ালা নলতা-আটারই এলাকার খেজুরবুনিয়া বাজারে অভিযান পরিচালনা করে এজেন্টসহ ৩জনকে আটক করে। এদের মধ্যে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত একজন ছাত্র ছিল।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, প্রশাসনের অভিযানকালে ওয়ানএক্সবেট-এর ২জন এজেন্ট আটারই গ্রামের উত্তম মজুমদারের ছেলে অমিত মজুমদার এবং জেয়ালা নলতা গ্রামের আফাজ মোড়লের ছেলে মো. শফিকুল ইসলাম মোড়লকে আটক করা হয়। এছাড়া জুয়া খেলারত স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিশু ছাত্রকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৮ ধারায় ধৃত ২ এজেন্টকে ১মাস করে কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এছাড়া শিশু আইনে স্কুল ছাত্রকে ছেড়ে দেয়া হয়। ধৃতদের শনিবার সাতক্ষীরা জেলা হাযতে প্রেরণ করা হয়েছে। অনলাইন জুয়া ওয়ানএক্সবেটসহ সব ধরনের জুয়া ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসন অভিযান অব্যাহত রাখবে বলে-ওসি শেখ শাহিনুর রহমান জানিয়েছেন। এদিকে, অনলাইন জুয়া এজেন্টকে গ্রেপ্তারসহ সাজা প্রদান করায় তালার সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।