
তালা প্রতিনিধি : তালা সার্জিক্যাল ক্লিনিক ও জনসেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় রেজিষ্ট্রেশনসহ বিভিন্ন দপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হয়। বুধবার (৮ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আঃ সালাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কোনো ক্লিনিক পরিচালনা করতে গেলে সরকারী অনুমোদনপত্রসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র থাকতে হবে। তালা সার্জিক্যাল ক্লিনিক ও জনসেবা ক্লিনিকের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র নেই। এমনকি ক্লিনিকে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নেই। নেই কোনো এ্যানেস্তেশিয়া ডাক্তার।
ক্লিনিক কর্তৃপক্ষ অনেক সময় নিজেরাই এ্যানেস্থেশিয়া ডাক্তার ও অপারেশনের দ্বায়িত্ব পালন করেন। তারা ডাক্তার না হয়েও রোগীকে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন।
ক্লিনিক মালিকরা জানান, নারোকোটিক সার্টিফিকেট দেখাতে না পারায় ক্লিনিক বন্ধ করা হয়েছে। সেটা আমরা সংগ্রহ করেছি। এটা দেখাতে পারলে আবার চালু করা যাবে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আঃ সালাম বলেন, তালায় বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তালা সার্জিক্যাল ক্লিনিক ও জনসেবা ক্লিনিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স না থাকায় ক্লিনিক দু’টি সাময়িক বন্ধ করে দেয়া হয়।