
তালা প্রতিনিধি : তালা থানা পুলিশ ৩ লিটার দেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মাগুরা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও স্বর্ণ ব্যবসায়ী মহাদেব কুমার দাশকে আটক করেছে। তিনি মাগুরা গ্রামের মালোপাড়ার বিমল কৃষ্ণ দাশের পুত্র। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে তালা থানার এসআই মোঃ মনিরুজ্জামান ও এএসআই আলী হাসানের নেতৃত্বে একদল পুলিশ মহাদেব দাশের বাড়ির গোয়াল ঘর থেকে মদ তৈরিরত অবস্থায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
তালা থানার ওসি মোঃ মোমিনুল ইসলাম পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাদক ব্যবসায়ী মহাদেব দাশকে ছাড়াতে প্রভাবশালী মহলের কয়েকজন দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এই রমরমা মদের ব্যবসা করে আসছে মহাদেব দাশ। কেউ কিছু বলতে গেলে তাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়।