তালা প্রতিনিধি : তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এমএম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, জেলা স্কাউটস সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মেহেদী হাসান সাগর প্রমুখ। এদিন দিনব্যাপী উপজেলা চত্বরে বিজয় মেলা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।