তালা প্রতিনিধি : তালায় আগামী ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়েত ইসলামের আমীর মাও. মফিদুল্লাহ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক, জামায়েত নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যপক গোলাম ফারুক, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।