
তালা প্রতিনিধি : “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ আগষ্ট (মঙ্গলবার) সকালে জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। এ সময় জাতীয় মহিলা সংস্থার সদস্য নাসিমা সুলতানা, তানিয়া জেসমিন, দেবশ্রী পাল, তথ্যসবা কর্মকর্তা সাথী রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্সে জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমান।