তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে পিতা বিধান চন্দ্র দাশ। বুধবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটায় থানায় উপস্থিত হয়ে পিতা মকছেদপুর গ্রামের শিক্ষক বিধান চন্দ্র দাশ তারই পুত্র অরুণ দাশ (৪১) এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পুত্র অরুণ নেশাদ্রব্য সেবন করে সাংসারিক জীবনে বিভিন্ন প্রকার অশান্তি, নেশার টাকার জন্য তার নিজ গর্ভধারণী মাকে জীবন নাশের হুমকি, এলাকার বেশ কয়েকটি এনজিও থেকে টাকা উত্তোলন করে। সে টাকা পরিশোধ না করা। সব সময় মাদকাসক্ত অবস্থায় এলাকায় অপকর্ম করার এমন অভিযোগ দেন থানায়। পরবর্তীতে থানা পুলিশ পিতা বিধানচন্দ্র দাশের অভিযোগ সাধারণ ডায়েরীভূক্ত করেন। ডায়েরী নং-৭৩০। তাং-০৪.১০.২৩ইং।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত