
তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : ১৩ পেরিয়ে ১৪ বছরে পর্দাপন উপলক্ষে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে তালা উপজেলার পাটকেলঘাটা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক। মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন, সাংবাদিক শাহিন আলম, এমএম জামান মনি, মো. নাজমুল হক, সরদার ইয়াছিন আলী, আকরামুল হোসেন, ফরহাদ হোসেন, মাহফুজুর রহমান মধু, বিশ্বজিত চক্রবর্তী, কিশোর কুমার, নব কুমার দে প্রমুখ।

