
তালা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তালা উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপ-শহরে মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খুরশীদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, ইউপি সদস্য আলাউদ্দীন সরদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তা না হলে স্বাধীনতার বিরোধী শক্তি আবার ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করবে। দলের প্রয়োজনে যখনই ডাক পড়বে তখনই যুবলীগের সকলকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
এ সময় তিনি বলেন, আমি দলের একজন সাধারণ কর্মী। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকলে এক হয়ে কাজ করবো।

