তালা প্রতিনিধি : যুব সমাজকে ই-কমার্সের মাধ্যমে উপযুক্ত উদ্যোক্তা তৈরি এবং আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তালায় যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধিন বুধবার (২৮ আগস্ট) তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার রেইজ প্রকল্পের কর্মকর্তা কৃষিবীদ নয়ন হোসেন, দলিত’র হেড অব ফাইনান্স শিবপ্রসাদ দাশ, ফাইনান্স এন্ড এডমিন কৃষ্ণপদ দাস ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান। বিষয় ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন দলিতের হেড অব প্রোগ্রাম (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাস। দলিতের প্রকল্প ব্যবস্থাপক পুষ্পমালা দাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিতের কম্পিউটার ফ্যাসিলিটেটর পবিত্র দাস, বাধন পাল, টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা খাতুন, সোশ্যাল মোবিলাইজার সুশান্ত কুমার দাস, রুমা আক্তার, হাব অপারেটর দেবব্রত দাস, শাহরিয়ার বাপ্পী, উদ্যোক্তা স্বপ্না বিশ^াস ও আছিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দলিত ও বিপদাপন্ন জনগোষ্ঠীর ৩০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।