তালা প্রতিনিধি : প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-প্রকল্পের অধিন, তালায় যুব দলের সাথে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলিতের আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগিতায় মঙ্গলবার তালা উপজেলা প্রাণিসম্পদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিতের ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালঅ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি (তদন্ত) এমএম সেলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া এবং তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান। দলিতের সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র পরিচালনায় সভায় দলিতের উপকারভোগী ৩০জন যুব নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত