
তালা প্রতিনিধি : তালায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমাকে রং তুলির শেষ আচঁড়ের কাজ করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। একই সঙ্গে মন্ডপে চলছে সাজসজ্জার কাজও। পূজার সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। ইতিমধ্যে ১৯৫ টি পূজামন্ডপের অনুকুলে সরকারীভাবে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষ্যে এলাকা জুড়ে উৎসবের আমেজ ও সাজ সাজ রব বিরাজ করছে।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, উপজেলার দুটি থানাধীন এলাকায় ১৯৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর, রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন ও পাটকেলঘাটা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে। পূজাকে সামনে রেখে নজরদারি রাখতে উপজেলা প্রশাসনের ইউনিয়নভিত্তিক কন্ট্রোল রুম ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের কন্ট্রোল রুম এবং প্রতিটি মন্ডপে দু’টি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের একাধিক চৌকস টিম তৎপর রয়েছেন। এবার সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য, র্যাব, আনসারসহ গোয়েন্দা পুলিশের কঠোর নজর থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তারা।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, শান্তিপুর্ণভাবে পূজা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের অনুকুলে ৫শত কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়।