
তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে এক রাজকার পুত্রকে ম্যারেজ রেজিস্ট্রার পদে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংক্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও কোন ফলপ্রসু হয়নি বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী। অভিযুক্ত রাজাকার পুত্র তালা উপজেলার শিরাশুনী গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে ফরিকুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে ২৯ ডিসেম্বর তালা উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে তেঁতুলিয়া ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার পদ শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৩ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিয়োগ বোর্ডের অসাধু কর্মকর্তার রাজকার পুত্রকে চলতি বছরের ১৮ মে তাকে নিয়োগ প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ইতিপূর্বে স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ আইন মন্ত্রণালয়সহ সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে অদৃশ্য কারণে প্রতিকার মেলেনি।
তেঁতুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজিরউদ্দীন মোড়ল জানান, অত্র ইউনিয়নের শিরাশুনি গ্রামের সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যারেজ রেজিষ্টার ফরিকুলের বাবা লুৎফর রহমান শেখ সরকারী তালিকা ভুক্তরাজাকার ছিলেন। বিষয়টি নিয়ে নিয়ে আমি জেলা প্রশাসক সহ আইন মন্ত্রণালয়ে জানিয়েছি কিন্তু কোন ফল হয়নি।
এ বিষয়ে ফরিকুল ইসলাম জানান, একটি কুচক্রীর মহলের আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা রাজাকারে তালিকা বানিয়ে ঝামেলা সৃষ্টি করে আসছে। তারা যে তালিকা দেখিয়ে ঝামেলার সৃষ্টি করছে সেটি ভুয়া বলে তিনি দাবী করেন। এছাড়া আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি যে তদন্ত করলে আপনি নিশ্চিত হতে পারবেন। ইতিপূর্বে তারা আমাকে রাজকারপুত্র বানিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিল। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করেছে পরে আমাকে ম্যারেজ রেজিষ্টার হিসাবে নিয়োগ দিয়েছে।
বিষয়টি নিয়ে নিয়োগ বোর্ডের সদস্য সচিব ও ইসলামকাটি সাবরেজিস্টার মাইনুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেননি। অত্র নিয়োগবোর্ডের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ জানান, রাজাকারের পুত্রের অভিযোগের বিষয়টা তিনি শুনেছেন। বিষয়টি প্রশাসনের গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে। ঘটনার সত্যতা না পাওয়ার কারণে তাকে তালিকা করে আইনমন্ত্রণালয় পাঠানো হয়েছিল, কর্তৃপক্ষ পক্ষ তাকে নিয়োগ প্রদান করেছেন।