
তালা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটি থেকে কাটাখালী পর্যন্ত রাস্তা মেরামতের কাজ সোমবার থেকে শুরু হয়েছে। এতে পথচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সরেজমিন দেখা গেছে, গত ৩/৪ বছর পূর্বে রাস্তাটির ঠিকাদার খলিষখালীর হরিতলা মোড় থেকে কাটাখালী জামতলা নামক স্থান পর্যন্ত প্রায় ৫ কিলোমাটার রাস্তাটির পিচ করার জন্য টেন্ডার নেয়। কিন্তু ঐ ঠিকাদার মাত্র ১কিলোমিটার রাস্তায় পিচ দিয়ে কাজ বন্ধ করে দেয়। যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঐ ঠিকাদারের নিকট থেকে উক্ত রাস্তাটির কাজ প্রত্যাহার করে নেয়। কিন্তু যে এক কিলোমিটার রাস্তায় পিচ দিয়েছিল সেটা ২/৩ মাস পার না হতেই ঐ রাস্তাটির পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটিতে চলাচলের একেবারে অনুপোযোগী হয়ে পড়েছে। যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় আবার ঐ এক কিলোমিটার রাস্তায় গর্তগুলো মেরামত করার জন্য সোমবার থেকে কাজ শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারসহ সাতক্ষীরা ও তালা উপজেলার দপ্তরের কর্মকর্তাগণ।
তবে বাকি ৪ কিলোমিটার রাস্তা কবে নাগাদ পিচ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কবে শেষ হবে এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, বাকি ৪ কিলোমিটার রাস্তা দ্রুত টেন্ডার হবে। টেন্ডার কার্যক্রম সম্পন্ন হলে কাজ শুরু হবে।