
তালা প্রতিনিধি : তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপ-শহরে র্যালি বের হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি (তদন্ত) এসএম সেলিম হোসেন, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন প্রমুখ।