তালা প্রতিনিধি : তালায় প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে বুধবার সকালে গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়। টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশবচন্দ্র সাধু নিজ বাড়ি তৈলকুপি সাধুকা বাড়ি অসহায় মানুষের মাঝে এসকল সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে শাড়িও নগদ টাকা বিতরণ করা হয়।
এ ব্যাপারে কেশব চন্দ্র সাধু বলেন, শুধু দুর্গাপুজায় নয়, মুসলমানদের ঈদেও গরীব অসহায় মানুষের মাঝে তিনি কাপড় ও নগদ অর্থ বিতরণ করে থাকেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত