
তালা প্রতিনিধি : সোমবার (২২ ডিসেম্বর) সকালে তালা উপজেলা সদরে শাহ্জালাল ইসলামী এজেন্ট ব্যাংক পিএলসি এর শাখা উদ্বোধন করা হয়। প্রভাষক এস এম মশিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র জেএভিপি ও ম্যানেজার হাওলাদার আসাদুজ্জামান। সাংবাদিক মোঃ কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা সোনালী ব্যাংকের এজিএম মোঃ আব্দুর রাজ্জাক, উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির, সহকারী অধ্যাপক আবু হাসান, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, ক্লিনিক মালিক আব্দুস সবুর মধু, ব্যবসায়ী আব্দুল হাই, মোঃ ঈদিস আলী, উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা তাওহীদুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে শাখার উদ্বোধন করেন। শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত