তালা প্রতিনিধি : কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কাটার প্রতিবাদ করায় তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে মো. হাসান শেখ নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয়। এঘটনায় গুরুতর আহত শিক্ষক হাসান শেখকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে মো. হুসাইন শেখ জানান, তার বড় ভাই মো. হাসান শেখ খলিশখালী শৈব্য বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার সাথে এলাকার সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি চুরি করে কেটে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে একই গ্রামের মো. রবিউল শেখ। জনস্বার্থে শিক্ষক হাসান শেখ মাটি কাটায় বাঁধা প্রদান করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এতে রবিউল শেখ ক্ষুব্ধ হয়ে ওঠে। সম্প্রতি রবিউল শেখের ছেলে ফয়সাল শেখ মাদক সেবনসহ এলাকায় মাদকের ব্যবসা শুরু করলে শিক্ষক হাসান শেখ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেন। এতেকরে মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ প্রকাশ্যে শিক্ষক হাসান শেখকে হুমকি প্রদান করে।
গঙ্গারামপুর গ্রামের মো. রাসেল শেখ জানান, শিক্ষক হাসান শেখ একজন নীতিবান মানুষ। সমাজের সবধরনের খারাপের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। তিনি বলেন, গত শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক হাসান শেখ তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে রবিউল শেখ ও তার ছেলে ফয়সাল শেখসহ তাদের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী পাইকগাছা উপজেলার কাজী মুছা গ্রামের সাব্বির গোলদার এবং তালার শেখেরহাট গ্রামের আরাফাতসহ ৮/১০জন দুর্বৃত্ত অতর্কীত হামলা চালিয়ে তাকে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন হাসানকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষক হাসান শেখের ভাই হুসাইন শেখ বাদী হয়ে শনিবার তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।
তালায় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

Leave a comment