
তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সাাড়ে ১১টায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে অত্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক প্রণব কুমার সাধুর অবসর জনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানিজেং কমিটির সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার দাশ। এ সময় সংবর্ধিত শিক্ষক প্রণব কুমার সাধু, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সিনিয়র শিক্ষক উজ্জল কুমার সরকার, স্কুলের শিক্ষার্থী মালিহা মুনওয়ারা, মারয়িা খাতুন, ফারিহা খাতুন, আরাফাত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।