
তালা প্রতিনিধি : তালায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ গওছুল কবিরের বিরুদ্ধে যৌন হয়রানী, অশ্লীল আচারণসহ নানাবিধি অভিযোগের তদন্তে বিভ্রাট সৃষ্ট হওয়ায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকদের পুনরায় আবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
গত মঙ্গলবার (১৭ অক্টোবার) উপজেলা নির্বাহী অফিসার উক্ত বিষয়টি পুনরায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনের জন্য নির্দেশ প্রদান করেন। নতুন তদন্ত কমিটির সদস্যরা হলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ ও একজন পুলিশ কর্মকর্তা।
জানা যায়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ০৩-১০-২০২৩ তারিখে শিক্ষক মোঃ গওছুল কবিরের বিরুদ্ধে যৌন হয়রানী, অশ্লীল আচারণসহ নানাবিধি অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকদের পুনরায় আবেদনের প্রেক্ষিতে পুনরায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

